Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অত্র উপজেলা ভুমি অফিসটি জেলা-পাবনা, সদর উপজেলায় পাবনা পৌরসভার গোপালপুর মৌজার আর.এস ১ নং খতিয়ানভুক্ত ২০,২১,২২ দাগের ০.৯৩৩৭ শতাংশ জমির উপর অবস্থিত । উপজেলা ভূমি অফিস, পাবনা সদর , পাবনা । সহকারী কমিশনার ( ভূমি ) এ দপ্তরের অফিস প্রধান। এ অফিস ভূমি মন্ত্রনালয়ের অর্ন্তভূক্ত জেলা প্রশাসকের কার্যালয় পাবনা এর  নিয়ন্ত্রনাধীন  জেলা প্রশাসকের কার্যালয়ের ( রাজস্ব শাখার ) মাধ্যমে এ অফিসের নিয়ন্ত্রন করে । সরকারি কর্মকমিশনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) এ দপ্তরের প্রধান । এটি প্রথম শ্রেনীর গেজেটেড পদ একটি উপজেলার মধ্যে অবস্থিত ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কর্মকান্ড এ অফিসের মাধ্যমে হয় । খাজনা আদায়ভূমির নামজারীভিপি সম্পত্তির ব্যবস্থাপনাহাট বাজার এর পেরিফেরি ভুক্ত সম্পত্তি ব্যবহারের লাইসেন্স প্রদানখাস জমি বন্দোবস্ত প্রদান ও আদর্শগ্রাম/আশ্রয়ন/আবাসন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত যাবতীয় সেবা এ অফিসের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়াও এ অফিসের আওতায় ১০ টি ইউনিয়নে ১০ টি ইউনিয়ন ভুমি অফিস রয়েছে

অফিসটির অবস্থান -  পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২ কি: মি: পাবনা শহরের পাশে রায় বাহাদুর জমিদার বাড়ীর পিছনে পাবনা সদর উপজেলা ভূমি অফিসটি অবস্থিত

অফিস ঠিকানা :  উপজেলা ভূমি অফিসপাবনা সদর(রায় বাহাদুর গেট এর পিছনে) পাবনা।  ৬৬০২